কাল অসাধারণ বোলিং করেছেন, দলের জয়ে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব—গত কিছুদিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ঘটনা নিয়মিতই ঘটাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ঘটনাটা কী, জানতে একটু পেছনে যেতে হবে।
২২ জুলাই ২০১৮, গায়ানা
ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশ তখন ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছে। সে উপায়টা তারা খুঁজে পেল গায়ানায়। সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম-সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিবীয়দের ২৮০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। লক্ষ্যটা উইন্ডিজের সামনে পর্বতপ্রমাণ করে তুললেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ২৩১ রানের বেশি তুলতে পারল না। ১০ ওভারে ২ মেডেন দিয়ে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার মাশরাফিই। বাংলাদেশ সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। পরে তো ২-১ ব্যবধানে সিরিজই জিতল।