নগরীর আগোরা সুপার শপ, খুলশী মার্ট, তাবা রেস্টুরেন্টে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ মে) বিকেল ও সন্ধ্যায় পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামান।
সন্ধ্যায় মেয়াদোত্তীর্ণ দই-দুধ, পঁচা মাছ-মাংস বিক্রির দায়ে সুপার শপ মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বিকেলে সুপার শপ খুলশী মার্ট’কে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং তাবা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ মাশরুম, মাংস, ডালডা, বেসনসহ বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং কাপড় ধোয়ার সোডা অন্যান্য খাদ্য উপকরণের সাথে সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তাদের এ জরিমানা করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশুকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মহানগরীর বিভিন্ন সুপারশপে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ সহ বিভিন্ন অভিযোগে ৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।