টানা কয়েক দিনের অসহ্য গরমের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে।
মঙ্গলবার মধ্য রাতে হঠাৎ দমকা হাওয়াসহ বর্ষণ শুরু হয়। এ সময় বাতাসের গতিবেগের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি।
প্রসঙ্গত, গত ৪-৫দিন ধরে রাজধানীসহ সারাদেশে ছিলো অসহ্য গরম। গত বুধবার (৩০ মে) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সবচেয়ে বেশি ছিল কিশোরগঞ্জের নিকলীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে খবর নিয়ে জানা যায়, রাজধানীর মিরপুর, ধানমন্ডি, গুলশান, কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমায় অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছে।