ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে।
শুক্রবার (১৭ মে) ভোর সাড়ে ৬টায় ঢাকা থেকে সকল রুটের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আজ বিক্রি হচ্ছে ৩০ মের টিকিট ।
ভোর রাত থেকেই রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকার বাস কাউন্টারগুলোতে মানুষের ভিড় জমেছে।
জানা যায়, ১৭ ই মে বিক্রি হচ্ছে ৩০ শে মে’র টিকিট, ১৮ মেয়ে দেওয়া হচ্ছে ৩১ মে’র টিকিট, ১৯ মে দেওয়া হচ্ছে ১ জুনের টিকিট, ২০ মে দেওয়া হচ্ছে ২ জুনের টিকিট, ২১ মে দেওয়া হচ্ছে ৩ জুনের টিকিট, ২২ মে দেওয়া হচ্ছে ৪ জুন এর টিকিট।
প্রসঙ্গত, গত ৯ মে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের সাথে এক বৈঠকে ৫ বা ৬ জুন ঈদের দিন ধরে অগ্রিম টিকিট ১৭ মে সকাল ৬টা থেকে ৩০ মের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।