চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মাতামুহুরি সেতু দেবে যাওয়ায় এই রুটে যান চলাচল বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে বুধবার রাত ১২ টার কিছু সময় পরে চট্টগ্রাম কক্সবাজার রুটের মাতামুহুরি সেতুর বিশাল একটা অংশ আকস্মিকভাবে দেবে যায়। বর্তমানে ঐ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেতুর দুই পাশে দীর্ঘ গাড়ির সাড়ি তৈরি হয়েছে। এছাড়া মাঝপথে আটকা পড়ে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সায়দুল ইসলাম জানিয়েছেন, সেতু দেবে যাওয়ার পরপরই সড়ক ও জনপদ বিভাগকে বিষয়টি অবহিত করা হয়ছে। এখন সেতুটির দেবে যাওয়া অংশের মেরামত চলছে। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ঠিক হতে পারে।
তবে এই সংষ্কারের পরে পুরো সেতু খুলে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, সেতুটি এক লাইনে যানবাহন চলাচলের উপযোগী হবে। সেতুর এক পাশ থেকে গাড়ি চলাচল করলে অন্য অংশে বন্ধ থাকবে।