পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় সভা শেষে এক সিদ্ধান্তে এ খবর জানানো হয়।
এর আগে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির প্রথম সভায় চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে আবার রাত ১১টার দিকে পুনরায় ব্রিফিং করে ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানানো হয়।
এই ঘোষণার মধ্য দিয়ে এক মাসের সিয়াম সাধনার ইতি ঘটলো। কাল বুধবার ধর্মপ্রাণ মুসলমানরা মেতে উঠবে ঈদ উৎসবে।
এদিকে পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সারাদেশে সম্পন্ন হয়েছে ঈদ জামাতের প্রস্তুতি ।জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সকাল ৭টা থেকে পৌনে ১১টা পর্যন্ত মোট ৫ টি জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
ঈদুল ফিতরের নামাজের আগে মুসলমানদের অবশ্যই ফিতরা আদায় করার নির্দেশনা রয়েছে। এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। সর্বোচ্চ ফিতরার এই হার ধরা হয়েছে এক হাজার ৯৮০ টাকা।