বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জননেতা এম এ হান্নানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
বুধবার ১২ জুন বাদ আসর এমএ হান্নানের রুহের মাগফেরাত কামনা করে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলে আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। পরে মরহুম জননেতা এম এ হান্নানের করবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এমএ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি মোঃ তালেব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, ক্রিড়া সম্পাদক আবু তারেক রনি, উপ সম্পাদক আবু হানিফ রিয়াদ,শেখ সৌর্ফুদ্দীন সৌরভ, সহ সম্পাদক সাব্বির সাকির, সদস্য মাহমুদুর রশীদ বাবু, মোরশাফুল হল পাভেল, আরাফাত রুবেল,এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ আনিসুর রহমান, হাসান আলী, তোফায়েল আহমেদ মামুন, রাকিব হায়দার,সিটি কলেজ ছাত্রলীগনেতা আব্দুল্লাহ আল মামুন, আকবর শাহ থানা ছাত্রলীগনেতা জুয়েল সিদ্দীকি বাকলিয়া থানা ছাত্রলীগনেতা রিজান চৌধুরী,হালিশহর থানা ছাত্রলীগনেতা ফরহাদ উদ্দিন জিতু, বন্দর থানা ছাত্রলীগনেতা রাজিব কুমার শীল, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান,এম ইউ সোহেল, প্রমুখ।