রিয়েল লাইফের পর পঞ্চমবারের মতো রিল লাইফে জুটি বেঁধেছেন বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
কবির খান পরিচালিত ‘৮৩’ সিনেমায় আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
‘৮৩’ সিনেমায় স্বামী-স্ত্রীর ভুমিকায় অভিনয় করবেন দীপবীর। কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব ও তার স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্র ফুটিয়ে তুলবেন তারা।
এই সিনেমা নিয়ে রণবীর সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে কপিল দেবের সাথে সময় কাটানোর ছবি পোষ্ট করেছেন।
১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়কে ঘিরে তৈরি হচ্ছে ছবিটি। ওই বছর আন্ডারডগ হিসেবে বিশ্বকাপ খেলেছিল দেশটি। ‘৮৩’ সিনেমায় রানবীরসহ ১১ জন ক্রিকেট খেলোয়ারের ছবি নিজ ওয়ালে পোষ্ট করেছেন রণবীর।
আশা করা হচ্ছে সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের ১০ এপ্রিলে মুক্তি পাবে ‘৮৩’।
উল্লেখ্য, দীপবীর এর আগে সঞ্জয়লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’ (২০১৩), ‘বাজিরাও মাস্তানি’ (২০১৫), ‘পদ্মাবত’ (২০১৮) ও হোমি আদাজানিয়ার ‘ফাইন্ডিং ফ্যানি’ (২০১৪)সিনেমায় একসঙ্গে অভিনয় করেন।