ওয়ানডে র্যাংকিংয়ের এক ধাপ পেছাল বাংলাদেশ।বিশ্বকাপ মিশন শুরু করেছিল ওয়ানডে র্যাংকিংয়ের ৭ম স্থান থেকে বাংলাদেশ।আর বিশ্বকাপ চলাকালীন সময়ে সেই র্যাংকিংয়ের এক ধাপ পিছিয়ে ৮ম স্থানে অবস্থান করেছে বাংলাদেশ।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের নতুন তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশকে টপকে ৭ম স্থানে উঠে এসেছে উইন্ডিজ। যদিও এবারের বিশ্বকাপে উইন্ডিজ নিজেদের চার ম্যাচের কেবল একটিতে জয়ের দেখা পেয়েছে। অন্যদিকে র্যাংকিংয়ে ওপরে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত উইন্ডিজের সমান এক ম্যাচ জিতেছে টাইগাররা। একটি করে পরিত্যক্তও হয়েছে উভয় দলের ম্যাচ। বাংলাদেশ হেরেছে দু’টি ম্যাচে। উইন্ডিজের হারও সেখানে দুই ম্যাচে।
বাংলাদেশের থেকে এক রেটিং পয়েন্ট বেশি নিয়ে সাত নম্বরে উঠে এসেছে উইন্ডিজ। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৫ আর উইন্ডিজের ৮৬।
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছে ইংল্যান্ড।
সিনিউজ/আনোয়ার হোসেন