ধূমপায়ী দের পক্ষে নৈতিকভাবে বলার কোন সুযোগ নেই; সামাজিক কিংবা স্বাস্থ্যগত দিক বিচারে অনুচিত।
তবে এই সেক্টরে একটি বিষয় খুব ভাবায়। তা হলো বাজেটে সিগারেটের মূল্য বাড়ে জুনে। আর আমার দেশে সিগারেটের মূল্য বাড়ে মে মাস থেকেই।
প্রশ্ন হলো এখানে কার ইশারায়, কিভাবে সিগারেটের মূল্যের উর্ধ্বগতি? কারা আড়ালে সিন্ডিকেট করেছে এবং সিগারেট মজুত করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা? এর লাগাম কার হাতে?
যে কোন পণ্যের গায়ের মূল্যের চেয়ে অধিক আদায় করা টাকা কে কি কালো টাকা বলা যায়?
উত্তর নিষ্পপ্রয়োজন। কারণ ব্যবসায়িক সিন্ডিকেটের কালো থাবা মুক্ত বাংলাদেশ এখনো দাবী হয়েই রয়ে গেছে।
এইটুকুই বলবো জনগণের খরচ করা অতিরিক্ত টাকা অনেক কষ্টের শ্রমের বিনিময়ে অর্জিত। অতিরিক্ত মূল্য আদায় করে যে গণডাকাতি হয়ে গেছে তা সত্যিই দেশের আইন কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন।
উদাহরণ হিসেবে জানতে চাই এখনো বেনসনের যে প্যাকেটের গায়ে ২১০ টাকা সরকারী মনোগ্রাম দেওয়া আছে তা অধিক মূল্যে বিক্রয় কি আইনগতভাবে সঠিক?
(মাঈনুল হাসান সারওয়ার সুজন এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া)