চট্টগ্রামের হাটহাজারী থানাধীন অনন্যা আবাসিক এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে এক গার্মেন্টসকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (১৬ জুন)সন্ধ্যায় ঘটা এই সড়ক দূর্ঘটনায় নিহত মোহাম্মদ মোশাররফ চট্টগ্রামের কেডিএস গ্রুপের একটি গার্মেন্টসে সুপারভাইজার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তিনি কুতুবদিয়ার মৃত সৈয়দুল আলমের ছেলে।
হাটহাজারী থানার পরিদর্শক আলমগীর জানিয়েছেন, অনন্যা আবাসিক এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ মোশাররফ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রাত ৮ টার দিকে তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি ট্রাক ও একটি সিএনজি আটক করা হলেও ট্রাক চালক বা সিএনজি চালকের কোন হদিস পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাটহাজারী থানার এই পরিদর্শক।