প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন ও অভিনেত্রী সোহানা সাবা। ‘আব্বাস’ সিনেমার মধ্য দিয়ে একসঙ্গে বড় পর্দায় মাতাবেন তারা। এটি নির্মাণ করেছেন পরিচালক ও অভিনেতা সাইফ চন্দন।
রোববার (১৬ জুন) সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রদর্শিত হওয়ার পর বিনা কর্তনে মুক্তির অনুমতি পেয়েছে।অতি শিঘ্রই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
‘আমরা একেবারে প্রস্তুত। আশা করছি জুলাইতে ‘আব্বাস’ প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারবো। তবে মাস ঠিক হলেও তারিখটি এখনো চূড়ান্ত করতে পারিনি।কয়েকদিনের মধ্যে প্রযোজকের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবো’।
আব্বাস নামের একটি ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে সিনেমাটির কাহিনি সাজানো হয়েছে। ছেলেটির জীবনে প্রেম নিয়ে আসে এমন একটি মেয়ে, যাকে অক্সিজেনের মতো অপরিহার্য মনে করেন আব্বাস। যেখানে আব্বাস চরিত্রে নিরব হোসেনের আর অক্সিজেন তথা ওটু নাম থাকছে সোহানা সাবার। আরও অভিনয় করেছেন সূচনা আজাদ, জয়রাজ সহ অনেক।