“নারী উন্নয়ন ও অগ্রগতি” নিয়ে শনিবার বিকাল ৩ টায় মাবিয়া-রশিদিয়া ইউসেফ স্কুলে মোহরা কর্মজীবি মহিলা সমাজ আয়োজিত মতবিনিময় সভা কানিজ ফাতেমা লাকির সভাপতিত্বে ছবি মহাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু ছাত্র যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলার আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম বলেন, “দেশের উন্নয়ন, অর্থনীতি এবং অগ্রযাত্রায় কর্মজীবি নারীদের ভুমিকা অনস্বীকার্য। আমাদের সমাজ তথা দেশকে এগিয়ে নিতে হলে নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টায় বর্তমান সরকার কর্মজীবি মহিলাদের বিভিন্নরকমের সুযোগ-সুবিধা সহ নানা রকম কর্ম প্রশিক্ষণের বন্দোবস্ত করেছে যেটা অতীতে কোন সরকার করতে পারেনি। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে নারী শ্রমজীবীদের কারিগরি প্রশিক্ষণের আওতায় আনতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহরা মহিলা আওয়ামীলীগ নেত্রী জেবরা বেগম, মোহরা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আবিদা নুর , নিলু আক্তার।
এসময় উপস্থিত ছিলেন কর্মজীবি সমাজের নেত্রী গিতা রানী, মুক্তা আচার্য্য, রুনা আক্তার, লাকি আক্তার, রিংকু দাশ, গুলজার বেগম, নাজু আক্তার, মমতাজ বেগম, লাকি আক্তার, নাছিমা আক্তার, জোসনা আক্তার সহ প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মোহরা ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ শফি, আলী আকবর সহ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ।