সাকিবের বিধ্বংসী ব্যাটিং ও বোলিংয়ে উড়ে গেল আফগানিস্তান। দাপুটের এই ৬২ রানের জয়ে সেমিফাইনালের উঠার আরো এক ধাপ উপরে উঠলো বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে টাইগারদের হারাতে হলে ইন্ডিয়া আর পাকিস্তানকে। তবে হারলেই যে সেরা চারে খেলা নিশ্চিত হবে তা কিন্তু নয়। তাঁর জন্য হতে পারে জটিল সমীকরণ।
প্রথমে টসে হেরে য়াগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করে বাংলাদেশ । ২৬৩ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে সাকিবের বোলিং দাপুটে ৪৭ ওভারে সব উইকেট হারিয়ে ২০০ রান করে আফগানিস্তান। বল হাতে সাকিব ১০ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।
বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোরঃ২৬২/৭
লিটন(১৬), তামিম(৩৬), সাকিব(৫১), সৌম্য(৩),মাহমুদউল্লাহ (২৭), মুশফিক(৮৩), মোসাদ্দেক(৩৫), সাইফউদ্দিন(২)*।