চকরিয়া পৌরসভার প্রথম প্রশাসক আলহাজ্ব আমজাদ হোসেন আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার আদালতের একটি বেঞ্চ শুনানিকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে সংজ্ঞা হারিয়ে ঢলে পড়েন তিনি। সহ-কর্মীরা তাকে সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট আমজাদ হোসেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, চকরিয়া উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি, বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও মৃত্যুর সময় পর্যন্ত কক্সবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসহ সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কমিটির নেতৃত্ব দেন।