চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও যাওয়ার পথে হাতিয়া চ্যানেলে পণ্যভর্তি ৪০টি বেশি কন্টেইনার পানিতে পড়ে ভাসছে।
রোববার (৩০ জুন ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া করিম শিপিং লাইনসের ‘কেএসএল গ্লাডিয়েটর’ নামে একটি কন্টেইনার বহনকারী জাহাজ পানগাঁও যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য মোহাম্মদ জাফর আলম বলেন,৮৩টি কন্টেইনার নিয়ে পানগাঁও যাওয়ার পথে বৃষ্টির কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান।পড়ে যাওয়া কন্টেইনার গুলোতে কি ধরনের পণ্য রয়েছে তা এখনো জানা যায়নি।
জাহাজটি থাকা কন্টেইনারগুলোর মধ্যে ৬৩টি কন্টেইনার সামিট অ্যালায়েন্স জেটিতে এবং ২০টি কন্টেইনার পানগাঁও বন্দরে নামার কথা ছিলো। দু’টি জেটিই খুব কাছাকাছি অবস্থানে থাকায় একটি জাহাজে করেই কন্টেইনারগুলো পাঠানো হচ্ছিলো।বর্তমানে জাহাজটি নিরাপদে রয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু সাগরে পড়ে যাওয়া কন্টেইনারগুলো ভাসতে ভাসতে ভাসান চর এলাকায় চলে আসছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।