বিশ্বকাপের সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।
মঙ্গলবার ( ২ জুলাই ) বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়।।বাংলাদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের দলপতি বিরাট কোহলি।নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩১৪ রান।জয়ের জন্য বাংলাদেশের লক্ষ ৩১৫ রান।
ভয়ংকর রোহিত শর্মার ক্যাচ তামিম ইকবাল ছাড়ার পর ম্যাচের অর্ধেক সময় পর্যন্ত মনে হয়েছিল ৪শ করতে পারে ভারত! ১৮০ রানের ওপেনিং জুটি সৌম্য সরকার ভাঙার পর দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ভারতের রান উৎসবে ভাটা পড়ে। ভয়ংকর হয়ে ওঠা মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন ৫ উইকেট।
আউট হওয়ার আগে রোহিত শর্মা দ্বাদশ বিশ্বকাপে নিজের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করে সংগ্রহ করেন ১০৪ রান।
বাঁচা-মরার লড়াইয়ে টিকে থাকতে হলে বড় রান তাড়া করেই জিততে হবে বাংলাদেশকে। আশা জাগাচ্ছে একটি তথ্য, এবারের বিশ্বকাপে বাংলাদেশই একমাত্র দল যারা তিনশ রান তাড়া করে জিতেছে। এ ম্যাচে জয় তুলে নিতে না পারলে পাকিস্তানের বিপক্ষের ম্যাচটি হয়ে দাঁড়াবে কেবলমাত্র আনুষ্ঠানিকতার।
সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৩১৪/৯ (৫০ ওভার)(রাহুল ৭৭, রোহিত ১০৪, কোহলি ২৬, পান্ত ৪৮, পান্ডিয়া ০, ধোনি ৩৫, কার্তিক ৮, ভুবেনেশ্বর ২, শামি ১, বুমরাহ ০*; মাশরাফি ৩৬/০, সাইফউদ্দিন ৫৯/০, মুস্তাফিজ ৫৯/৫, সাকিব ৪১/১, মোসাদ্দেক ৩২/০, রুবেল ৪৮/০, সৌম্য ৩৩/১)।