নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে পারলেন না ক্যারিবিয়ান দানব ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইল।
আফগানিস্তানের বিপক্ষে আজ আউট হয়েছেন মাত্র ৭ রান করে।
২০১৯ বিশ্বকাপে ৯ ম্যাচে ৮ ইনিংসে ২৭৪ বল মোকাবেলা করে সংগ্রহ করেছেন ২৪২ রান। এরমধ্যে সর্ব্বোচ রানের ইনিংস ৮৭, তার এভারেজ রান ছিলো ৩০.২৫ এবং স্টাইকরেট ৮৮.৩২। চার মেরেছেন ২৬ টা, ছয় ১২ টা এবং শূন্য রানে আউট হয়েছেন ১ বার।
বিশ্বকাপে উইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ ১১৮৬ রান এবং বিশ্বকাপের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গেইলের দখলে। ৪৯ ছয় নিয়ে বিশ্বকাপের সর্বাধিক ছয়ের রেকর্ডও তার। আজ একটি ছয় হাঁকাতে পারলে হয়ে যেতো ছয়ের ফিফটির।