বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
সেমিতে খেলতে হলে ৩১১ রানের বিশাল ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। এদিকে প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিরুদ্ধে ৫০০/৬০০ রান করার কথা ঘোষণা করে ইতোমধ্যে হাসির খোরাকে পরিনত হয়েছেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ খান। অন্যদিকে সেমি খেলার লক্ষ্য নিয়ে আসা বাংলাদেশ আজ পাকিস্তানের বিরুদ্ধে বিজয় দিয়েই নিজেদের বিশ্বকাপ শেষ করতে চায়। আজকের ম্যাচের বিজয় দল বিশ্বকাপের পঞ্চম দল হবে।
সর্বশেষ চার দেখায় চারটি জয় বাংলাদেশের অনূকুলে। আজও তার ধারাবাহিকতা বজায় রাখতে চায় টাইগাররা।
সব মিলিয়ে লর্ডস আজ সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বৈরথের নতুন চিত্রের।
বাংলাদেশ একাদশ – তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক সৈকত, মেহেদী মিরাজ, মাশরাফি মুর্তজা(অধি), সাইফ উদ্দীন ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ – ফখর জামান, ইমামুল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সারফরাজ আহম্মেদ(অধি) ইমাদ ওয়াসিম, সাদাব খান,ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহীন আফ্রিদি।
সিনিউজ/জাবেদ