মুক্তি পেয়েছে বাংলার অ্যাকশন-রোমান্টিক ছবি ‘আব্বাস’।সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ছবিটি মুক্তি পাওয়ার পর এক সাথে ৩৭ টি সিনেমা হলে চলছেন বলে জানান তিনি।
‘আব্বাস’ ছবিতে পুরাতন ঢাকার ছেলে আব্বাস বেড়ে ওঠা ও এলাকার ত্রাস হয়ে ওঠার গল্প দেখা যাবে এই ছবিতে।ছবিটিতে চিত্রনায়ক নিরব হোসেন এর বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সোহানা সাবা।
পরিচালক সাইফ চন্দন বলেন, অবশেষে ‘আব্বাস’ চলচ্চিত্রটি ৩৭ প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছি। ছোট প্রেক্ষাগৃহ বা বিনা পয়সায় ছবিটি যারা চালাতে চেয়েছে, তাদেরকে ‘আব্বাস’ দেওয়া হয়নি। যে কারণে আমরা কম সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। আগামী দিনে আরো বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে ইনশাআল্লাহ।
গত ১৬ জুন ‘আব্বাস’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেন।
‘আব্বাস’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও সোহানা সাবা। চলচ্চিত্রে নিরব-সাবা জুটি এবারই প্রথম। পুরোপুরি মৌলিক গল্পের ছবি ‘আব্বাস’ প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।