দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা জাহাজটি বিকল হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৬ জুলাই) গুপ্তছড়া ঘাট থেকে সকাল ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্য করে বিআইডাব্লিওটিসির জাহাজ আব্দুল মতিন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল তিনটা বেজে গেলেও স্টিমার এখনো কুমিরা ঘাটে এসে পৌঁছেনি। জানাগেছে একটি বিকল ইঞ্জিন নিয়ে বর্তমানে বাঁশবাড়িয়া ঘাটের অদূরে নঙ্গর করে রাখা হয়েছে। সাইফুল ইসলাম নামে একজন এই তথ্য জানিয়েছেন।
সাইফুল ইসলামের বাবা, মা, ছোট বোন ও ভাগ্নি এই স্টিমারে রয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে জানতে ঘাট ইজারাদার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন স্টিমারটি ঘাট ইজারাদারের অধীনে নয় বলে এই বিষয়ে তারা জানেন না। অন্যদিকে বিআইডাব্লিউটিসির চট্টগ্রামের ম্যানেজার আবুল কালাম খাঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি সিনিউজকে বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।