চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০ টা ৪০ মিনিটে কলা ভবনের ৩য় তলায় আরবি বিভাগের অফিসের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে হাটহাজারি ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন, আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার হুমাইন। তিনি বলেন, সকাল ১১ টা ১০ মিনিটের দিকে কলা ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।