রাফায়েল নাদালকে হারিয়ে রেকর্ড ৩২ বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে রজার ফেদেরার।
টেনিস কোর্টে এর আগে দুজনের শেষ দেখা হয়েছিল ১১ বছর আগে। ২০০৮ সালের সেই ম্যাচে নাদালের কাছে উইম্বলডনে হেরেছিলেন ফেদেরার। আজ সেমির মহারণে আবার দেখা হলো দু’জনের। খেলাও হলো বাঘে সিংহে।
প্রথম সেট ছড়িয়েছে দুর্দান্ত উত্তেজনা, যে কেউ যেন জিতে যেতে পারেন এই ম্যাচে। তবে শেষ পর্যন্ত বুড়ো ফেদেরার ভেলকি আর দুর্দান্ত টেকনিকের কাছে ৭-৬, ১-৬, ৬-৩, ৬-৪ সেটে হেরে গেলেন নাদাল।
আগামী ১৪ তারিখ ফাইনালে মুখোমুখি হবে জোকোভিচ ও ফেদেরার।