শ্রীলঙ্কা সফরকে কেন্দ্র করে যেন ইঞ্জুরির মিছিল চলছে বাংলাদেশ টিমে। শ্রীলঙ্কা সফরের আগে শেষ মূহুর্তে আজ শুনতে হলো দুটি দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য ছিটকে যাওয়া মাশারাফির পররপরই ইঞ্জুরিতে পরেন তরুণ পেস অলরাউন্ডার সাইফ উদ্দীন আর এতে উভয়ের শ্রীলঙ্কা সফর আপাতত শেষ। সাইফ উদ্দিনের পরিবর্তে ডাক পেয়েছেন ফরহাদ রেজা আর ম্যাশের পরিবর্তে দলে ঢুকছে তাসকিন।
টাইগার দলপতি মাশরাফি হ্যামস্ট্রিং চোট নিয়ে খেলে পুরো বিশ্বকাপে ছিলেন অফফর্মে।। আজ বিকেলে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে অবশ্য বলছিলেন অনেকটা সেরে উঠেছেন। সংবাদ সম্মেলনের কিছু পরেই এত বড় দুঃসংবাদ অপেক্ষা করছে মাশরাফির জন্য কেউ দুঃস্বপ্নেও ভাবেনি।
সন্ধ্যায় বোলিং অনুশীলন করতে গিয়ে আবারও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফি। ওভালে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই মাশরাফি জানিয়েছিলেন, হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে খেলছেন। এ চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি টুর্নামেন্টের শেষ ম্যাচের আগেও। তবে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘দুদিন ধরে অনুশীলন করছি। সব ঠিকঠাক আছে। আশা করি শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবও ’
কিন্তু সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় অনুশীলনেই পেলেন চোট, আর এতে তার সঙ্গী হয়েছেন বিশ্বকাপে সেই পুরোনো জায়গার চোট। এদিকে এই সফরে ছুটিতে আছেন দুর্দান্ত ছন্দে থাকা সাকিব আল হাসান। বিয়ের কারণে ছুটিতে আছেন লিটন দাস। আর চোটে পড়ে শেষ মুহূর্তে ছিটকে গেলেন অধিনায়ক মাশরাফি ও সাইফ উদ্দিন।শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন এক সিরিজই হতে যাচ্ছে বাংলাদেশের তা আর বলা রাখে না।
এই কঠিন সিরিজে অধিনায়কত্বের দ্বায়িত্ব পড়েছে দেশ সেরা ওপেনার তামিমের কাঁধে।