দীর্ঘ চার বছর পর গেলো সিজনে ম্যান সিটির জার্সিতে নিজের নাম লেখান মাহরেজ। লেস্টার সিটির এই জাদুর তুলি ম্যান সিটির হয়ে প্রথম সিজনে জিতে নেন ডমেস্টিক ট্রেবল। ১৪ ম্যাচে গোল করেন ৭ টি ও এসিস্ট করেন ৫ টি। এই তো গেলো ক্লাব কান্ড।
আচ্ছা, কে না চাই জন্মভূমির হয়ে হাত উঁচিয়ে ট্রপি মেলে ধরতে? একটাই উত্তর সকলে চাই। কিন্তু চাইলেই তো আর সবার কপালে জুটে না। তবে সেটাও উচিয়ে ধরেছেন প্রয়াত ফুটবল গাগল বাবার ছেলে মাহরেজ। গতকাল জিতছেন নিজেদের(আলজেরিয়া) ইতিহাসের দ্বিতীয় আন্তর্জাতিক ট্রপি আফ্রিকা নেশনস কাপ। এতে হারিয়েছেন ক্লাব রাইভাল সাদিও মানের দেশ সেনেগালকে।
বাবার স্বপ্ন ছিল তার ছেলে একদিন নামী ফুটবলার হবেন, হয়েছেন ও। তবে আজ বাবা পাশে নেই, তবে পরকালে নিশ্চয় খুশি আছেন ছেলের এমন কান্ডে।
ছোট বেলায় মাহরেজ তার বন্ধুদের বলে বেড়াতেন বার্সেলোনার হয়ে খেলার স্বপ্নের কথা। মুখ টিপে হাসতো বন্ধুরা। সে স্বপ্ন পূরণ হতে হতেও পূরণ না হলে আজ সে খেলছেন অন্যতম দামী ক্লাবে।
তবে ফুটবলার রিয়াদ মাহরেজ আজ আকাশ ছুঁয়েছেন- এতে বিন্দুমাত্র সন্দেহ করার অবকাশ নেই।