কক্সবাজারের টেকনাফে উপজেলার হোয়াইক্যংয়ে পুলিশের সাথে মাদক বিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে মো. হোছেন (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।এসময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।
গত শনিবার ( ২০ জুলাই ) রাত ১১টার সময় হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হোয়াইক্যং মৃত আনু মিয়ার ছেলে বলে জানা যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানায়, রাতে টেকনাফ মডেল থানার একদল পুলিশ উপজেলার হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ায় মাদক উদ্ধার অভিযানে গেলে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।এতে পুলিশের এএসআই অহিদ উল্লাহ, কনস্টেবল সজিব সরকার ও মনির হোসেন আহত হন।এতে পুলিশ ও জীবন রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে অস্ত্র, তাজা কার্তুজ ও ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা এবং গুলিবিদ্ধ হোছেনকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।পরে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।