সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তকমা পেলো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। দীর্ঘ দশ বছর ধরে বক্স অফিসে শ্রেষ্ঠত্বের জায়গায় আসীন ছিল জেমস্ ক্যামেরনের ‘অ্যাভাটার’। সেই শ্রেষ্ঠত্বের জায়গা দখল করতে দ্বিতীয়বারের মতো বিশ্বজুড়ে মুক্তি দেওয়া হয় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।সর্বকালের সবচেয়ে আয় করা ছবির তালিকায় শীর্ষে এখন এই ছবি।
যখন বিশ্বের সবচেয়ে আয় করা ছবি ‘অ্যাভাটার’ থেকে ১৭৮ কোটি টাকা দূরে, তখন নতুন করে মুক্তি দেওয়া হয় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিটি। ডিজনিকে দিয়ে দ্বিতীয়বার মহাসমারোহে মুক্তি দেওয়ার ফল মিলেছে এবার। দ্বিতীয়বারেও ব্যাপক প্রচারণা চালানো হয়। পরিচালক অ্যান্টনি রুশো বিশেষ বক্তব্য দেন। ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’ ছবির সঙ্গে নতুন ট্রেলার যুক্ত করা হয়। ছবিতে যোগ করা হয় আরও ছয় মিনিটের দৃশ্য। ‘হাল্ক’-এর সঙ্গে একটা বিশেষ দৃশ্যও রাখা হয়। কমিক বুক লেখক স্ট্যান লিকে বিশেষ সম্মাননা জানানো হয় অতিরিক্ত সেই ছয় মিনিটে।
২০ জুলাই পর্যন্ত যে মুকুট ছিল ‘অ্যাভাটার’ ছবির মাথায়, আর আজ রাজার নাম বদলে হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।‘অ্যাভাটার’ ছবির বক্স অফিসের পাশে লেখা হয়েছে ২ দশমিক ৭৮৮ বিলিয়ন মার্কিন ডলার। আর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির নামের পাশে রয়েছে ২ দশমিক ৭৮৯ বিলিয়ন মার্কিন ডলার। এই যে দশমিক ০০১ বিলিয়ন মার্কিন ডলারের পার্থক্য, তাতেই রচিত হয়েছে নতুন ইতিহাস। এখন কোনো ছবিকে বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ছবি হতে হলে তাকে আয় করতে হবে অন্তত ২৩ হাজার ৯৮৬ কোটি টাকা। আগের রেকর্ড ভাঙতে সময় লেগেছে এক দশক। দেখা যাক, কত দিন শীর্ষে থাকার মুকুট ধরে রাখতে পারে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা পাঁচ ছবি হলো—
১. ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’
২. ‘অ্যাভাটার’
৩. ‘টাইটানিক’
৪. ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’
৫. ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’
এবার বলতেই হবে অ্যান্টনি রুশো আর জো রুশোর পরিচালনায়, কেভিন ফ্রেইজের প্রযোজনায় রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওয়ার্থ, স্কারলেট জোহানসন, মার্ক রাফালোরা সবাই মিলে স্বপ্নকে সত্যি করেছেন। সবাই মিলে নতুন ইতিহাস রচনা করেছেন।