বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে রোয়াংছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমা (৫০) নিহত হয়েছে।
সোমবার ( ২২ জুলাই ) দুপুর ২টার দিকে বান্দরবান সদর উপজেলার শামুকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন,আজ দুপুরে রোয়াংছড়ি থেকে মোটরসাইকেল যোগে বান্দরবন সদরে আসার পথে শামুকছড়ি এলাকায় আসলে দুর্বৃত্তরা থোয়াই মারমাকে লক্ষ করে পাঁচটি গুলি করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক চিংম্রাসা বলেন,তাকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম জানান,রোয়াংছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমা দুপুরে রোয়াংছড়ি থেকে মোটরসাইকেল যোগে বান্দরবান সদরে আসার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহতের হন তিনি।ঘটনার বিস্তারিত তদন্ত তরে দুর্বৃত্তদের আটকের চেষ্টা করতেছি।
নিহত থোয়াই মারমাকে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।