চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরো বাড়তে পারে। বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।
ঢাকায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করার পর চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাইয়ে প্রথম দিকে টানা বর্ষণে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিনই কোনো নাহ কোনো হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী।
ঢাকায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করলেও এখনো চট্টগ্রামে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
সিভিল সার্জন কার্যালয় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি উপজেলা তদারকির জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে। এছাড়া মশক নিধনে ২ কোটি টাকার ২৫ হাজার লিটার এডাল্টিসাইড, ১০ হাজার লিটার লার্ভিসাইড চসিক এর পক্ষ থেকে নগরীতে ছিটানো হবে।