ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট-ট্যাক্স আদায়ে কর্মকর্তারা হয়রানি করলে এনবিআরকে জানাতে বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
শনিবার রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ভ্যাট ও সম্পূরক শুল্ক্ক আইন ২০১২’ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীরা কর কর্মকর্তাদের দ্বারা কোনো ধরনের হয়রানির শিকার হবেন না বলে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।
তবে তিনি নতুন আইন বিষয়ে ব্যবসায়ীদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনলাইনে ভ্যাট আদায়ে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালু করতে একটু সময় লাগবে জানিয়ে তিনি বলেন, এনবিআর ইএফডি ক্রয় করছে। ক্রয় প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে।