কক্সবাজারের রামুতে ৪৮০ লিটার চোলাই মদসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার(২ আগস্ট) কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন থেকে কক্সবাজারে চোলাই মদ পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এস আই সানাউল্লাহ ও এ এস আই ইরফান হায়দার সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ৬টার দিকে রামু রাজারকুল ইউনিয়নের রামকোট সংলগ্ন আরাকান সড়ক থেকে সিএনজি গাড়িতে অভিযান চালিয়ে ৪৮০ লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলা এলাকার মৃত চিংহলা ফু মার মারমার ছেলে মংহাই মারমা (৩৩), চিংশে মারমার মেয়ে উক্যছাইং এর স্ত্রী উমেচিং মারমা, অংক্যচিং মারমার স্ত্রী উনুখিং মারমা (২০), রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবদু শুক্কুর ছেলে জাহাঙ্গীর আলাম (২৮) বলে জানা গেছে।
রামু থানার (ওসি) তদন্ত মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি গাড়িতে তল্লাশি করে ৪৮০ লিটার চোলাই মদসহ ৪ জন কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।