লাচ্ছির বোতলে করে পাচারকালে আট হাজার চারশ পিস ইয়াবার একটি চালানসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা।
গত শনিবার (৩ আগস্ট) বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজু খাল ব্রিজ এলাকার চেক পোস্টে একটি সিএনজি চালিত অটোরিক্সাতে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি আটক করা হয়।
বিজিবি-৩৪ ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিক্সাটি টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজার যাচ্ছিল। রেজুখাল যৌথ চেক পোস্টে এটি পৌঁছলে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। এ সময় সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী মনোয়ারা বেগমের (২১) কাছে থাকা প্রাণ কম্পানির তরল লাচ্ছির বোতলগুলো লুকানোর চেষ্টা করেন।
বিজিবি সদস্যদের সন্দেহ হলে তারা প্রাণের তরল পানীয়ের একটি বোতল খুলে দেখেন তাতে বিশেষ কায়দায় ইয়াবা ভর্তি করা হয়েছে। এ ভাবে ৬টি বোতলে পাওয়া যায় আট হাজার চার শত পিস ইয়াবা। এ সব ইয়াবার মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। পরে পাচারকারী মনোয়ারাকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত মনোয়ারা টেকনাফের নয়াপাড়া গ্রামের মো. ইসমাঈল হোসেনের স্ত্রী বলে জানা গেছে।এ ব্যাপারে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।