রাঙ্গুনিয়ার সরফভাটায় দক্ষিণ রাঙ্গুনিয়া সংযোগ সড়কের গোডাউন ব্রীজ এলাকা থেকে জাহাঙ্গীর আলম(২২) নামে একজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ইয়াবাসহ গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম(২২) রাঙ্গুনিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ড এর গোডাউন এলাকার শামসুল আলমের ছেলে।
গত ৭ আগস্ট, বুধবার ভোর ৬ টার দিকে উপজেলার গোডাউন ব্রীজ এলাকা থেকে জাহাঙ্গীর আলম’কে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছে ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি সিনিউজ অনলাইনকে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ ইসমাইল।
তিনি বলেন ইয়াবা সহ জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ৭ আগস্ট। সেদিনই দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।