পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম।
এক বিবৃতিতে তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চতুষ্পদ হালাল পশু জবাইয়ের মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জনের উপলক্ষ পবিত্র ঈদুল আজহা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, আনন্দ ও উচ্ছ্বাস।
ঈদের আনন্দ উৎযাপনের পাশাপাশি চলমান ডেঙ্গু সমস্যাত ব্যাপারেও সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি। তিনি বলেন ঈদ শুধু মাত্র আনন্দের বার্তা দেয় না, বরং দায়িত্ব ও কর্তব্যের বার্তাও দেয়৷ কুরবানীর বজ্য যাতে আশেপাশের পরিবেশকে দূষিত না করে এই ব্যাপারে সবাইকে সচেতন ভূমিকা পালন করার জন্য অনুরোধ করেন তিনি।