চট্টগ্রামে মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর) অভিযান চালিয়ে ছয় হাজার ইয়াবাসহ দুইজন আটক।
শনিবার (১০ আগস্ট) চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হল- মো: শাকিল (১৯) ও মো: সাকিব (১৯) বলে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের (বন্দর) উপ-পুলিশ কমিশনার মো.মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬হাজার পিস ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
তিনি আরও জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত ছিল।পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান।