চট্টগ্রামে নগরীর কৈবল্যাধাম এলাকায় বাংলা মদ খেয়ে দুই যুবকের মৃত্যু।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্বজিত মল্লিক এবং জুয়েল নামের দুই বন্ধু বাংলা মদ
খেয়ে এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। খবর দৈনিক আজাদী
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুজনই কৈবল্যাধাম এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।