কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে বাবুল (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে।
আজ শুক্রবার (১৬ আগস্ট) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার বার্মা কলোনি পাহাড়ে মাদক উদ্ধার অভিযানে পুলিশের সাথে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
উক্ত ঘটনায় পুলিশের ৩ সদস্যও আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে মাদক, অস্ত্র ও গুলি।
জানা যায়, শুক্রবার ভোররাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার বার্মা কলোনি পাহাড়ে মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় মাদক কারবারীদের একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।
এতে এসআই মো. বাবুল (৩৩), কনস্টেবল মো. আজিজ (২৩), রয়েল বড়ুয়া (২৩) আহত হন।
তারপর পুলিশও জীবন রক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর হামলাকারীরা পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ ব্যক্তিকে চিকিৎসার জন্য টেকনাফ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত ব্যক্তি হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আনোয়ার হোসেন’র পুত্র চিহ্নিত মাদক কারবারি ও মাদক মামলার আসামী মো. বাবুল (৩৫) বলে শনাক্ত করা হয়েছে।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।