চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৪২ জন কর্মচারী নিয়োগে অনিয়ম খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়ম খতিয়ে দেখতে প্রায় ৭০ জন শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীকে ডাকা হয়েছে।
প্রথম দফায় আজ ১২ জনের বক্তব্য নেয়া হচ্ছে। বাকিদের আগামী ২৬ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে দুদক কার্যালয়ে।
এদের মধ্যে সাবেক প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিনসহ আট শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারও রয়েছেন। এর আগে গেল ২৩ জুলাই দুদক থেকে তাদের চিঠি দেয়া হয়।
অভিযোগ উঠে, আর্থিক লেনদেন ছাড়াও নানা অনিয়মের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারিদের নিয়োগ দেয়া হয় গেল বছর।