শিক্ষা উপমন্ত্রী নওফেলের সাথে সৌজন্য সাক্ষাত করেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
শনিবার(২৪ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি’র সাথে তাঁর চশমাহিলের বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
সৌজন্য সাক্ষাতে দুজনেই বাংলাদেশ এবং ভারত পরস্পরের মধ্যে চমৎকার সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
এছাড়াও ভবিষ্যতে দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতা আরো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এমনি আশাবাদ প্রকাশ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি।