নগরীর চাক্তাই রাজাখালী রোড এলাকার ৩৩৬ ভাগাপোল মোড়ের একটি ভবনে অভিযান চালিয়ে শফিউল আজমের গোডাউন থেকে প্রায় আড়াই টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানকে চট্টগ্রাম মহানগর কার্যালয়ে হাজিরের নোটিশ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ অভিযানে আরো অংশ নেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহরীন ফেরদৌসী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহরীন ফেরদৌসী বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় নগরের চাক্তাই রাজাখালী রোড এলাকায় নিষিদ্ধ পলিথিন জব্দের অভিযান চালানো হয়। এসময় ভাগাপোল মোড়ে অবস্থিত একটি ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে শফিউল আজমের গোডাইন থেকে প্রায় আড়াই টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে গোডাউনের মালিক শফিউল আজমকে আগামী ৮ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে বলে জানান তিনি ।