কক্সবাজারের টেকনাফ উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল গ্রামের একটি বাঁশ ঝাড়ে ভিতর থেকে মাটিতে পুঁতে রাখা বেশ কিছু দেশীয় তৈরি অস্ত্র, সামরিক পোশাক উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উখিয়া থানা পুলিশের ওসি আবুল মনসুরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা করেছে।
এক সূত্রে জানা গেছে, উখিয়ার দুর্গম এলাকা হলদিয়া ইউনিয়নের বড়বিল গ্রামটি অনেকটা সন্ত্রাসীদের আস্তানা হিসেবে খ্যাত। বিশেষ করে এলাকাটি পার্বত্য অঞ্চলের নিকটবর্তী হওয়ায় সন্ত্রাসীদের বিচরণ ছিল এই গ্রামে। গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া থানার ওসি আবুল মনসুর, এসআই মুর্শেদ, এএসআই শামীমসহ একদল পুলিশ এ অভিযান চালায় বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে বাঁশের ঝাড়ের ভিতরে মাটিকে পুঁতে রাখা অবস্থায় ৪ দেশীয় তৈরি অস্ত্র, রাইফেলের কার্তুজ ৪টি, দেশীয় অস্ত্রের কার্তুজ ২টি, আনসার পোশাক ৩ সেট, সামরিক বাহিনীর পোশাকের ন্যায় ২ সেট, আনসার ক্যাপ ৪টি, ব্লেট ১জোড়া, পিটি শো-১জোড়া, ৩ জোড়া মোজা উদ্ধার করতে সক্ষম হন।
উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, এ ঘটনায় পুলিশ সর্বোচ্চ জোর দিয়ে সন্ত্রাসীদের আটকের চেষ্টা চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।