চট্টগ্রাম রাউজান থানার আওতাধীন মধ্যম আধারমানিক মুরালী মাঝির বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে “বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ মাদ্রিদ স্পেন” এর পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর ) দুপুর ২টার সময় ক্ষতিগ্রস্তদের মাঝে সার্বিক সহযোগিতা ও আর্থিক অনুদান তুলে দেন বাংলাদেশ কলেজ,ইউনিভার্সিটি বুড্ডিস্ট স্টুডেন্টস্ এসোসিয়েশন।
এসময় উপস্থিত ছিলেন -বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত এস. লোকজিৎ থেরো মহোদয়, ভদন্ত জিনানন্দ মহাথেরো, ভদন্ত এস. জ্যোতি শ্রী থেরো,ভদন্ত রুপানন্দ থেরো এবং বিসিইউবিএসএ কেদ্রীয় কমিটির সভাপতি সুজন বড়ুয়া, সহ-সভাপতি, রাজেশ বড়ুয়া, বিজন বড়ুয়া, সাধারণ সম্পাদক সপু বড়ুয়া, সহ সম্পাদক-বিটুন, টিটু, নয়ন, সৌগত, হৃদয়, শুভ, শিকর, এপি, ঐশি, অনিক, লিটু বড়ুয়াসহ অারো অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ মাদ্রিদ স্পেন থেকে যারা আর্থি অনুদানে এগিয়ে এসেছেন তারা হলেন-সভাপতি-শিমুল বড়ুয়া,
সাধারণ সম্পাদক-বিপ্লব বড়ুয়া,অর্থ সম্পাদক-অজিত বড়ুয়া, প্রচার সম্পাদক-সুমন বড়ুয়া।
অন্যরা হলেন:-অপু বড়ুয়া, দিজেন বড়ুয়া, বাবু বড়ুয়া, সনজিৎ বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, বিপুল বড়ুয়া, মিঠু বড়ুয়া, তিলক বড়ুয়া, সুজন বড়ুয়া, সেতু বড়ুয়া, শর্মী বড়ুয়া, চায়ননা নাগরিক হোয়াৎ গোই, হিন্দু সম্প্রদায়ের গনেশ চন্দ্র পাল প্রমুখ।
উক্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আর্থিক সহযোগিতা জন্য বিসিইউবিএসএ পক্ষ থেকে সংগঠনের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।