চট্টগ্রামে ‘একতাই ঐক্য’ এর পক্ষ থেকে স্কুল শিক্ষার্থীদের জন্য সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) লালখান বাজারস্থ ইউসেফ বাংলাদেশ স্কুলের প্রধান শিক্ষক সাইদুল হক ও সিনিয়র শিক্ষক রোজিনা বেগমের হাতে শিক্ষার্থীদের জন্য সিলিং ফ্যান তুলে দেন সংগঠনটির সভাপতি তারেক চৌধুরী ও সাধারণ সম্পাদক ফয়সাল জিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এম এন ইসলাম রানা, কার্যকরী সদস্য মাহাবুব আলম, মিলন, অনুশীলন কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ নাহিদ, মহিউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য একতাই ঐক্য একটি অনলাইন ভিত্তিক সংগঠন। অনলাইন গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়ে সমাজের সার্বিক উন্নয়নে বিভিন্ন সেবাধর্মী কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।