চট্টগ্রামে ৩ হাজার ৪৯৫ পিস ইয়াবাসহ তৃষা ইসলাম তানজিলা নামের এক তরুণীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় নগরীতে স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তানজিলা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রমিজ মোল্লার মেয়ে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৪৯৫ পিস ইয়াবা। যার আনুমানিক মূল্য সাড়ে ১৭ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডের নিজাম হোটেলের সামনে থেকে ইয়াবাসহ তানজিলাকে আটক করা হয়। তার কাছে তল্লাশি করে ৩ হাজার ৪৯৫ পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ীর যোগ সাজশে নিয়মিত ইয়াবা ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কোতোয়ালী থানায় পাঠানো হয়েছে।