দেশীয় বাজারে পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে এবং বাজারে জোগান বাড়াতে রোববার থেকে নিত্যপণ্যটির রফতানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। দেশটির সরকার পেঁয়াজের যোগান ধরে রাখতে অতিরিক্ত আরও অর্ধলক্ষাধিক টন পেঁয়াজ মজুদের সিদ্ধান্ত নিয়েছে।খবর এনডিটিভির।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা রিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সব রকমের পেঁয়াজের রফতানি অতি সত্ত্বর বন্ধ করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬০ থেকে ৮০ টাকা।
মহারাষ্ট্র এবং কর্নাটকে বন্যা পরিস্থিতির কারণে পেঁয়াজ সরবরাহ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে পেঁয়াজ মজুত করলে কড়া ব্যবস্থার সতর্কতা জারি করেছে সরকার।