মাদক ও অস্ত্র আইনে করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগেে সাবেক সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে সম্রাটকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। পরে দুপুর পৌনে ১টার দিকে তার বিরুদ্ধে রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন অস্ত্র মামলায় ৫ দিন ও মাদক মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৭ অক্টোবর অস্ত্র আইনের মামলায় সম্রাটকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহিরুল ইসলাম। একই দিনে মাদক আইনের মামলায় সম্রাটকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন একই থানার পরিদর্শক (নিরস্ত্র) মাহফুজুল হক ভূঞা। এদিন সম্রাটের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় মামলা দুটি দায়ের করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নায়েব সুবেদার আব্দুল খালেক।