সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ ওমরা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন, আরও ৪ জন। তবে এদের মধ্যে কোনো বাংলাদেশি থাকার খবর মেলেনি।
স্থানীয় সময় বুধবার রাতে মদিনার থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে ওমরা যাত্রীদের বহনকারী বাসের সাথে লরির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন।
দুর্ঘটনার সময় বাসটিতে ৩৯ জন আরোহী ছিলেন। তারা এশিয়া ও আরবের বাসিন্দা। যদিও কারো পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় আহতদের আল হামনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই সেখানে পৌঁছেছে সৌদি রেড ক্রিসেন্ট এবং জরুরি বিভাগের কর্মীরা। দুর্ঘটনার তদন্ত চলছে।
হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন, মদিনার গভর্নর ফয়সাল বিন সালমান।