বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ঐক্যফ্রন্টের এই টিমের নেতৃত্ব দেবেন গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের প্রধান উদ্যোক্তা ড. কামাল।
রোববার (২০ অক্টোবর) মতিঝিলে ড. কামালের চেম্বারে স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেন।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফ করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আ স ম আবদুর রব।
রব বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেদিন অনুমতি দেবে সেদিনই আমরা দেখা করতে যাব।’
কামাল হোসনের সভাপতিত্বে বৈঠকে জেএসডির আ স ম রব, তানিয়া রব, বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সাল, জাহেদ উর রহমান, মমিনুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের নুরুল আমিন ব্যাপারী, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।