আনুষ্ঠানিকভাবে যাত্রা আরম্ভ করেছে অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আয়েশা ক্লথিং পার্ক (এসিপি) এর ওয়েবসাইট এবং এপস।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় নগরীর হল টুয়েন্টিফোরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেরাজুল ইসলাম এবং লক্ষ্মীপুর ০৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ আবদুল্লাহ ।
এসময় বক্তারা বলেন বর্তমান প্রযুক্তি বান্ধব সময়ে যুগের সাথে তাল মিলিয়ে সাশ্রয়ী দামে উন্নতমানের পোশাক সবার কাছে সহজে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে আয়েশা ক্লথিং পার্ক (এসিপি)। তারা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।
এতে আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাহিদা আক্তার তানিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক ইনজামাম সায়েম। উদ্বোধনের পর আগত অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আয়েশা ক্লথিং পার্ক (এসিপি) এর নিজস্ব পোশাকের ফ্যাশন শো উপভোগ করেন