ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তূর্ণা নিশিতা ও উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার(১২ নভেম্বর) রাত ৩ টার দিকে কসবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যমল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৬০/৭০ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত একটি সূত্র নিশ্চিত করেছে।